ইরানের পরমাণু চুক্তিতে ফিরতে পারে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউজ

|

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি। ছবি: সংগৃহীত

পরমাণু চুক্তি নিয়ে ইরানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই চুক্তিতে ফিরবে যুক্তরাষ্ট্র। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় হোয়াইট হাউজ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালে ইরানের সাথে ৬ বিশ্ব শক্তির চুক্তি হয়। যদিও ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, পরমাণু চুক্তিতে ফিরতে ইরানের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছি আমরা। আগামী সপ্তাহের মধ্যে যদি সমঝোতা বা বোঝাপড়া না হয় তাহলে আর কখনোই চুক্তি বাস্তবায়ন সম্ভব হবে না। আশা করছি, প্রধান বিষয়গুলো মেনে আলোচনা হলে এই বছরই চুক্তিতে ফিরতে পারবো।

জেন সাকির এই মন্তব্যে প্রতিফলিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র এক কর্মকর্তার বক্তব্য, যিনি গত ৩১ জানুয়ারি বলেছিলেন, যুক্তরাষ্ট্র চুক্তিটিতে ফেরার ব্যাপারে মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছে।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: ১,৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply