বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যু চূড়ান্ত

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যু চূড়ান্ত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে টাইগাররা।

সূচি অনুযায়ী আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ হবে সেঞ্চুরিয়নে, আর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। ওয়ানডে সিরিজটি মর্যাদা পাবে বিশ্বকাপ সুপার লিগের।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৩১ মার্চ থেকে। আর দ্বিতীয়টি শুরু হবে ৮ এপ্রিল থেকে। প্রথম টেস্ট হবে ডারবানে ও দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথ। দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজটি মর্যাদা পাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের।

আর পড়ুন: জাতীয় দলের ওপেনার কেন বিপিএলে ৮ নম্বরে?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply