ডিজের আওয়াজে শোনা যায়নি ট্রেনের হুইসেল, নিহত ২

|

ছবি: সংগৃহীত

রেলের ক্রসিংয়ের কাছে একটি অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান উপলক্ষে ডিজে পার্টির আয়োজন করা হয়। ডিজে পার্টির প্রচণ্ড আওয়াজের জেরে অন্য কিছু শোনা যাচ্ছিল না। এদিকে ওই রেললাইনে পাশে ছিলেন দুই ছাত্রী। তারা ক্রসিংয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। কারণ মালগাড়িটি আসছিল। এদিকে বিপরীত দিক থেকে আসা শতাব্দী এক্সেপ্রেসটিকে বুঝতে পারেননি তারা। আচমকাই ট্রেনের সামনে পড়ে যায়।

ট্রেনটি হুইসেল বাজিয়েছিল। কিন্তু এতজোরে ডিজে বাজছিল, সম্ভবত সেকারণে ট্রেনের হর্ন শুনতে পায়নি ছাত্রীরা। তারপরই ধাক্কা দেয় ট্রেনটি। নিহত হন দুই ছাত্রী। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় নন্দনগরী কলোনি এলাকার বাসিন্দা প্রিয়া (১৭ ) ও শিবানী (২০)।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হিন্দু ভারতের নয়াদিল্লি-দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রীর। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনে ফিরছিল তারা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ঘাতক ট্রেনের চালক জিজ্ঞাসাবাদে বলেন, যখন আপ লাইনে শতাব্দী এক্সপ্রেস ছিল তখন ডাউন লাইনে একটা মালগাড়ি আসছিল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply