ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক এর সাব-ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

|

ছবি: সংগৃহীত।

১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ধরা পড়ে করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। তবে এরই মধ্যে এর সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এ নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের মোট ৫৭টি দেশে শনাক্ত হয়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। কিছু গবেষণায় উঠে এসেছে, এসব সাব-ভ্যারিয়েন্ট ওমিক্রনের মূল ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত সংক্রমণ ঘটায়। খবর আলজাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলা হয়েছে, গত মাসে সংস্থাটি যেসব নমুনা সংগ্রহ করেছে সেখানে ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এগুলো হলো- বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবং বিএ.৩।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভ গিসএইডে এনিয়ে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত নমুনার ৯৬ শতাংশের ক্ষেত্রেই ধরা পড়েছে সাব-ভ্যারিয়েন্ট বিএ.১ এবং বিএ.১.১। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক বিএ.২।

বলা হচ্ছে, সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ ওমিক্রনের মূল ভ্যারিয়েন্ট থেকে মিউটেশন ঘটিয়ে অনেকটাই বদলে গিয়েছে, বদল এনেছে এর প্রোটিন স্পাইকেও। ফলে ওমিক্রনের বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট মূল ওমিক্রনের চেয়েও বেশি দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ৫৭টি দেশেই এর উপস্থিতি শনাক্ত হয়েছে।

যদিও এখন পর্যন্ত করোনার সাব-ভ্যারিয়েন্ট নিয়ে ডব্লিউএইচও এর কাছে খুব সামান্য তথ্য আছে বলে জানিয়েছেন সংস্থাটির অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া কেরখোভ। তবে প্রাথমিকভাবে অন্যগুলোর চেয়ে বিএ.২ এর অতি সংক্রামক ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply