জাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা

|

ফাইল ছবি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলতে থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস এবং তত্ত্বীয়, ব্যবহারিক ও অনুশীলন পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়া যাবে। তবে প্রয়োজনে মৌখিক পরীক্ষাগুলো অনলাইনে নেয়া যাবে।

আরও পড়ুন: জাবির বাংলা বিভাগে নতুন সভাপতি শামীমা সুলতানা

চলতি মাসের ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এর আগে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৯ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply