বিসিবি’র রাডারে এবার গ্রাহাম ফোর্ড!

|

চান্দিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর নতুন কোচ নিয়ে জল তো কম ঘোলা হলো না। ক’দিন আগে সাকিব-তামিমদের কোচ হিসেবে নিয়োগই পেয়ে গিয়েছিলেন পল ফারব্রেস! এবার গুঞ্জনের তালিকায় যোগ হলেন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড। এছাড়া অনিল কুম্বলে, শর্ন মার্শের সাথেও নাকি যোগাযোগ হচ্ছে বিসিবি’র। এমনকি অজিদের দায়িত্ব ছাড়া ড্যারেন লেহম্যানও নাকি আছেন সেই তালিকায়।

মিরপুরের ক্রিকেট আঙিনায় এখন জোর গুজব- গ্রাহাফ ফোর্ডই হতে যাচ্ছেন টাইগারদের পরবর্তী কোচ। কিংবদন্তীতূল্য দক্ষিণ আফ্রিকান কোচ বব উলমারের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ফোর্ড। এর দক্ষিণ আফ্রিকার মূল কোচ ও পরে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ, আয়ারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পালন করেন ফোর্ড। অবশ্য, বিসিবি’র সাথে সম্পর্কিত কোনো সূত্র ফোর্ডের নিয়োগের ব্যাপারে মুখ খুলতে চায়নি।

তবে পরামর্শক হিসেবে গ্যারি ক্যারস্টেনের সাথে আলোচনার কথা আগেই জানিয়েছে বিসিবি। তবে, ঘটনা যাই হোক, কোচ নিয়োগে বিসিবি যে বেশি দেরি করতে চাচ্ছে না, সেটি অনেকটাই নিশ্চিত।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply