বরিস জনসনের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

|

ছবি: সংগৃহীত

করোনা বিধি নিষেধ অমান্য করে মদের পার্টি করা সহ নানা ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা।

প্রতিনিধি পরিষদে প্রধানমন্ত্রীকে সরাসরি পদত্যাগের আহ্বান জানান বিরোধী লেবার পার্টির নেতারা। তারা বলেন, শুধু করোনাই নয়, ব্রেক্সিট ইস্যুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। জ্বালানিসহ বিভিন্ন সংকটের মুখে ফেলেছেন দেশকে। লকডাউন আইন অমান্য করায় আন্তর্জাতিক তদন্তের দাবিও জানান তারা। বিরোধী দলের প্রধান কেইর স্টারমার বলেন, সঠিক নেতৃত্ব দিতে না পারার কারণে তার জন্য পদত্যাগই সবচেয়ে ভালো সমাধান।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: এক মাসে ছয় দফা মিসাইল পরীক্ষা নিয়ে যা বললো উত্তর কোরিয়া

তবে বরাবরই ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন বরিস জনসন। তিনি বলেন, যেহেতু এখনও তদন্ত চলছে এই বিষয়টি নিয়ে, তাই এখানে আর মন্তব্য করতে চাই না। তবে এটাও মনে রাখতে হবে গোটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আমরা দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে নজর দিয়েছি। বিরোধীরা চেয়েছিল ক্রিসমাসেও টানা লকডাউন চলুক। তাহলে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়তো।

আরও পড়ুন: সহসাই শেষ হচ্ছে না করোনা মহামারি: ড. ফাউচি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply