ভারতে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ৫১ হাজার

|

ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫১ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ। যা গতকালের চেয়ে ১২.৩ শতাংশ কম।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) পরিচালক সুজিত সিং জানিয়েছেন, ওমিক্রনের বিএ-২ সাব-ভ্যারিয়েন্ট এখন ভারতে বেশি দেখা যাচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ডিসেম্বরে জিনোম সিকোয়েন্সিং-এ ওমিক্রন ভ্যারিয়েন্টের ১ হাজার ২৯২ জনকে শনাক্ত হয়েছে এবং জানুয়ারিতে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৭২ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আজ বিকেলে দক্ষিণের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন। যেনো এই অঞ্চলের করোনা পরিস্থিতি এবং প্রোটোকল পর্যালোচনা করা যায়। তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বাস্থ্যমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply