সহসাই শেষ হচ্ছে না করোনা মহামারি: ড. ফাউচি

|

কথা বলছেন ড. অ্যান্থনি ফাউচি।


ডেল্টার পর ওমিক্রন দিয়ে করোনা মহামারি শেষ হবে- এমন মন্তব্য থেকে সরে এলেন শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। সম্প্রতি, সহসা করোনা মহামরি শেষ হবে না- বলে মন্তব্য করেছেন তিনি। খবর এবিসি নিউজের।


বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ড. ফাউচি।


এর আগে, গত রোববার ওমিক্রনের মাধ্যমে করোনা মহামারি শেষ হবে বলে- মন্তব্য করেছিলেন ফাউচি। তবে, ড. ফাউচির মন্তব্য সঠিক নয় বলে তখনই একটি বিবৃতি দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাৎক্ষণিক তাদের মন্তব্যের পাল্টা জবাব দিলেও এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে একমত প্রকাশ করলেন ড. ফাউচি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহসাই শেষ হবে না করোনা মহমারি, তবে স্বাভাবিক জীবনযাপনের পথ খুঁজে নিতে হবে।

তিনি আরও বলেন, সংক্রমণের হার কমানোর দিকে মনযোগ দিতে হবে। সামনে আরও অনেকদিন ওমিক্রনের সাথে আমাদের বসবাস করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এ ভাইরাস কোনোভাবেই আমাদের স্বাভাবিক কর্মক্ষমতাকে ব্যাহত না করতে পারে। সংক্রমণ কমানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সংক্রমণ কমাতে। তবে নতুন কোনো ভ্যারিয়েন্ট যেন পরিস্থিতি বদলাতে না পারে, সেজন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে।


/এসএইচ



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply