শ্রম বাজার চালু হওয়ায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পারষ্পরিক স্বার্থ জড়িত এমন কিছু বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহকে ফোন করে কথা বলেছেন। সেই সাথে মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মালয়েশিয়ার শ্রম বাজার চালু হওয়ার প্রেক্ষিতে দেশটির সরকারকে অভিবাদনও জানান এ কে আব্দুল মোমেন।

মালয়েশিয়ার শ্রম বাজার চালু হচ্ছে অনেক দিন পর। দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ কে আব্দুল মোমেন আশাপ্রকাশ করেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে এবং সক্রিয়তায় জনবল দিয়ে পাশে থাকার উদ্যোগে প্রবাসী শ্রমিকদের অভিবাসনের প্রক্রিয়াটি হবে স্বাভাবিক ও নিরাপদ। এছাড়া তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত জনবলেরও মালয়েশিয়ায় নিরাপদ অভিবাসনের ব্যাপারে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহও ডিজিটাল অর্থনীতিসহ দুই দেশের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ জানুয়ারি ঢাকা সফরের কথা থাকলেও তা হয়নি।

এছাড়া, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার জন্যও মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার জন্যও অনুরোধ জানান এ কে আব্দুল মোমেন। এছাড়া বাংলাদেশকে ৫ লাখ কোভিড ভ্যাকসিন উপহার দেয়াতেও মালয়েশিয়া সরকারকে কৃতজ্ঞতা জানান তিনি।

দুই পররাষ্ট্রমন্ত্রী আগামীতে দুই দেশের উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার, গতিশীল ও নতুন মাত্রা দান করার ব্যাপারে সম্মতি জানান।

আরও পড়ুন: ‘র‍্যাব নিয়ে পার্লামেন্টেকে দেয়া চিঠির বিষয়ে তথ্য নেই ইইউর কাছে’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply