কোভিড পজেটিভ শহীদ আফ্রিদি

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। পিএসএল শুরুর আগে কোভিড টেস্টে পজেটিভ শনাক্ত হন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই তারকা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়মবিধি মেনে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবেন শহীদ আফ্রিদি। কোয়ারেন্টাইন শেষ হলে দলের সাথে যোগ দিতে পারবেন এই তারকা ক্রিকেটার। করোনায় আক্রান্ত হওয়ায় পিএসএলের শুরুর দিকের ম্যাচ মিস করবেন শহীদ আফ্রিদি। এই আসরের মধ্য দিয়েই ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি।

আরও পড়ুন: টুইটারে খোঁজা হচ্ছে বিগ ব্যাশ ফাইনালের ক্রিকেটার, থাকছে বিয়ারের অফার

পাকিস্তানের জার্সিতে সব ফরম্যাটের ম্যাচ মিলিয়ে ১১ হাজার ১৯৬ রান করেন এই মারকুটে ব্যাটার। পাশাপাশি লেগ স্পিনের ভেল্কিতে ৫৪১ উইকেটও দখল করেন আফ্রিদি।

আরও পড়ুন: পিএসএল শুরুর আগে করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে আগুন!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply