‘পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি আর দীপু মনি’

|

সুলতান মোহাম্মদ মনসুর এমপি। ফাইল ছবি।

নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতীয় কর্তব্য। কিন্তু পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি দেখলে বাংলাদেশের নতুন প্রজন্ম হতাশ হয়। পরীমনি আর খুকুমণিদের লেলিয়ে দেওয়া হচ্ছে। মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর এসব কথা বলেছেন। আর এটিকে একটি ষড়যন্ত্র বলেও মনে করেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন সুলতান মোহাম্মদ মনসুর।

এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী অনশন কার্যক্রম চলছিল। গতকাল বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ বিষয়টি নিয়েও সংসদে কথা বলেন সুলতান মোহাম্মদ মনসুর। তিনি বলেন, জাফর ইকবাল গিয়ে অনশন ভাঙিয়েছেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না? জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই!

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply