পানামা পেপারসে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে জমা দিলো দুদক

|

ফাইল ছবি

পানামা পেপারসে আসা ৪৭ ব্যক্তি ও ৭টি প্রতিষ্ঠানের তালিকা ওয়েবসাইট থেকে নামিয়ে হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রতিবেদনে দুদক স্বীকার করেছে, পর্যাপ্ত তথ্যের অভাবে তারা ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অনুসন্ধান করতে পারছে না। তাই সেই পুরনো তালিকাই হাইকোর্টে জমা দিয়েছে দুদক।

দুদক জানিয়েছে, সংবাদমাধ্যম আইসিআইজির ওয়েসাইট থেকে দুই পর্বে আসা বাংলাদেশিদের নামগুলো কপি করে এই তালিকাগুলো হাইকোর্টে জমা দিয়েছে তারা। আগামী রবিবার (৩০ জানুয়ারি) এই তালিকার উপর শুনানি হবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply