বড় গ্রাহকদের কাছে জিম্মি ব্যাংকিং খাত

|

বড় গ্রাহকদের কাছে জিম্মি হয়ে পড়ছে ব্যাংকিং খাত। খেলাপি ঋণের বেশিরভাগই আটকে আছে। জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে বিকল্প চিন্তা করছেন ব্যাংকাররা। একক গ্রাহকের ওপর চাপ কমাতে তিন স্তরের ঋণ পদ্ধতি চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। এটি কার্যকর হলে ঋণের আওতা বাড়ার পাশাপাশি খেলাপির ঝুকিঁও কমে আসবে। বিষয়টিকে ইতবাচক হিসেবে দেখছেন সাবেক ব্যাংকাররাও।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকার ওপরে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা তুলে নেয়ার পরও গত বছর থেকে এটি আবারও বাড়তে শুরু করেছে। ঋণের বড় অংশই আটকে আছে বড় গ্রাহকদের কাছে।

খেলাপি কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর চিন্তা করছে রূপালী ব্যাংক। একক প্রতিষ্ঠানের ওপর চাপ কমাতে পণ্য উৎপাদনকারীর সাথে সম্পৃক্ত অন্য প্রতিষ্ঠানকেও আনতে চায় একই এক ছাতার নিচে। এটি খেলাপি ঋণ কমিয়ে আনতে সহায়তা করবে বলে মনে করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ব্যাংকাররা বলছেন, তুলনামূলকভাবে উদ্যোক্তাদের মধ্যে ঋণ খেলাপির প্রবণতা কম। অর্থের অনিশ্চয়তা দূর হলে তারা আরও বেশি উদ্যোগী হবে। এ জন্য এজেন্ট ব্যাংক এবং উপশাখাকে কাজে লাগানোর পরামর্শ এবিবির সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের।

সময়মতো এবং গুণগত পণ্যের সরবরাহ নিশ্চিত করা চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যাংকাররা। তাই এটি বাস্তবায়নে তদারকি জোরদার করতে হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply