সংসদে উত্থাপিত ইসি গঠন বিলটি ফেরত নেয়ার আহ্বান সুজন সম্পাদকের

|

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন গঠন আইন বিলটি ফেরত নেয়ার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই এই বিল সংসদে তোলা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

২৬ জানুয়ারি (বুধবার) নির্বাচন কমিশন নিয়োগ আইন নিয়ে সুশাসনের জন্য নাগরিকের আয়োজিত এক অনলাইন আলোচনায় বিলটি ফেরত নেয়ার আহ্বান জানান বক্তারা।

এসময় সাবেক সিইসি শামসুল হুদা বলেন, জবাবদিহিতা ছাড়া কোনো কিছু করা হলে তা আস্থা অর্জনে ব্যর্থ হবে। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের মতে, আলোচনা ছাড়াই ইসি গঠন আইন হলে বিতর্ক চলবেই। জনগণকে না জানিয়ে একরকম অগোচরেই নির্বাচন কমিশন নিয়োগ আইন করার উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তিনি বলেন, দেশে অনেক যোগ্য লোক আছে, তাদের কমিটিতে আনতে হবে।

অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, কেবল নির্বাচন কমিশনে নয়, নির্বাচনকালীন সরকারের মৌলিক কাঠামোতে পরিবর্তন না এলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply