ওমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত: স্বাস্থ্য অধিদফতর

|

স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিং

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণেই সংক্রমণ বাড়ছে আর এটি প্রতিরোধে ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৬ জানুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন পাঠিয়ে দেয়া হয়েছে। নতুন তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে।

ডা. নাজমুল ইসলাম আরও বলেন, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সঠিক নিয়মে মাস্ক পরা, সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চললে এই অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply