করোনায় আক্রান্ত গৌতম গম্ভীর

|

ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। বর্তমানে লোকসভার সদস্য গম্ভীর টুইটার বার্তায় নিজেই জানিয়েছেন তার করোনায় আক্রান্তের খবর।

হালকা উপসর্গ নিয়ে টেস্ট করালে করোনা ধরা পড়ে গৌতম গম্ভীরের। বর্তমানে নিজ ঘরেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। সংস্পর্শে আশা সবাইকে টেস্ট করাতে অনুরোধ করেছেন গম্ভীর।

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গৌতম গম্ভীরের। জাতীয় দলের হয়ে ২০১৬ সালের নভেম্বরে সর্বশেষ ম্যাচ খেলেন এই তারকা ওপেনার। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪০ বছর বয়সী গৌতম। দেশের জার্সিতে ৫৮টি টেস্ট এবং ১৪৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০০৯ সালের আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন গৌতম গম্ভীর।

আরও পড়ুন: মাঠেই খেলোয়াড়কে ছুরিকাঘাতের চেষ্টা (ভিডিও)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply