অর্থপাচার: ৪৩ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বিএফআইইউ

|

ফাইল ছবি।

বিদেশে অর্থপাচারের সাথে জড়িত ৪৩ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ তালিকা জমা দেয়া হয়। আগামী রোববার (৩০ জানুয়ারি) এ বিষয়ে বিস্তারিত শুনানি হবে বলে জানা গেছে।

তালিকায় ২৬ জনের নাম এসেছে প্যারাডাইস পেপারসে। আর বাকিদের নাম আছে পানামা পেপারসে। বিএফআইইউয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ১০ জনের অর্থ পাচার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থা। তালিকায় নাম আছে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর দুই ছেলে ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন চৌধুরীর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply