আন্দোলন থামাতে যা করা হয়েছে তা দানবীয়: জাফর ইকবাল

|

মুহম্মদ জাফর ইকবাল ও স্ত্রী ইয়াসমিন হক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থামানোর জন্য যা যা করা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর এবং দানবীয় বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনকারী শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙানোর পর গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলে দেশবরেণ্য এই শিক্ষাবিদ।

মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, আন্দোলনকারীদের যারা অর্থ সহায়তা করেছে তাদের গ্রেফতার করা হয়েছে; এর চেয়ে নিন্দনীয় ব্যাপার আর কিছু হতে পারে না। গ্রেফতারকৃতদের মুক্ত করে দেয়ার আহ্বান জানান তিনি। সরকারের উচ্চমহলের সাথে কথা হয়েছে। সরকারের উচ্চমহল থেকে তাকে দেয়া কথা রক্ষা করা না হলে ছাত্রদের সাথে ও দেশের প্রগতিশীল মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply