নজরকাড়া আয়োজনে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন

|

সংগৃহীত ছবি

নজরকাড়া আয়োজনে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত। বুধবার (২৬ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লির রাজপথে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।

২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় প্যারেড। তাতে অংশ নেয় ৫ হাজার শিশু, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। করোনার টিকাগ্রহীতারাই শুধু অংশ নিতে পেরেছেন আয়োজনে। স্যালুট গ্রহণ করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। ৭৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার দেখায় কসরত। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক হাজার ড্রোন ওড়ানো হয় কুচকাওয়াজে। নজর কাড়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনাও।

উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি গৃহীত হয় ভারতের সংবিধান। সেই থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply