‘সরকারের বিরুদ্ধে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি-জামায়াত’

|

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি-জামায়াত। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে সংসদ অধিবেশনে এ বিষয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন করে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, লবিস্ট নিয়োগের এই টাকা কোথা থেকে আসলো সেটি জানার বিষয়। র‍্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এই লবিস্ট ফার্মগুলো। অথচ মাদক নির্মূল, সন্ত্রাস দমনে তারা যেভাবে কাজ করেছে তা অতুলনীয়। এমন একটি প্রতিষ্ঠানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ
মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক আলোচনা চলছে। দেশের ইমেজ ফেরাতে একটি পিআর ফার্মকে দায়িত্ব দিয়েছে সরকার। সঠিক তথ্য পেলে সময় লাগলেও যুক্তরাষ্ট্র বিষয়টি আবার ভেবে দেখবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রীর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply