বছিলায় চতুর্থ দিনের মতো চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

|

ছবি: সংগৃহীত

রাজধানীর বছিলায় চতুর্থ দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে মোহাম্মদপুরের লাউতলা খাল উদ্ধারে শুরু হয় এই অভিযান। প্রথম তিন দিনের অভিযানে অবৈধ ট্রাক স্ট্যান্ড, তিনটি পাঁচ তলা ভবন এবং একটি কাঁচা বাজার উচ্ছেদ করা হয়।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, উত্তর সিটির খালগুলোর ৪২টি ডেড স্পট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগে সেখানে খাল ছিল কিন্তু এখন সেখানে খালের অস্তিত্ব নেই। চিহ্নিত এই জায়গাগুলো উদ্ধার করে নগরীর পানির প্রবাহ ঠিক রাখা হবে বলে জানান তারা।

সেনাবাহিনীর করা খালের মূল নকশার বাইরে থাকা সকল স্থাপনাই উচ্ছেদের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply