বিআইডাব্লিউটিসির সাবেক জিএম ক্যাপ্টেন শওকতকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

|

ফাইল ছবি।

মাওয়া, আরিচা ঘাটের ১০টি ফেরিতে সার্চ ও ফগ লাইটের স্থলে নিম্নমানের সার্চ লাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের মামলায় বিআইডব্লিউটিসি সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ক্যাপ্টেন শওকত সরদারের আগাম জামিন মঞ্জুর করেননি হাইকোর্ট। তাকে জামিন না দিয়ে হাইকোর্ট বিচারিক আদালতে আত্নসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৫ জানুয়ারি মাওয়া, আরিচা ঘাটের ১০টি ফেরিতে সার্চ ও ফগ লাইটের স্থলে নিম্নমানের সার্চ লাইট সরবরাহ করে পাঁচ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিআইডব্লিউটিসির তিন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার আসামি বিআইডব্লিউটিসির সাবেক জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন শওকত সরদার আগাম জামিন আবেদন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply