টোঙ্গায় ২ লাখ ডলার জরুরি সহায়তা পাঠাচ্ছে ভারত

|

ছবি: সংগৃহীত।

সমুদ্রতলের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে বিপর্যস্ত টোঙ্গায় ২ লাখ ডলারের জরুরি সহায়তা পাঠাচ্ছে ভারত। ক্ষতিগ্রস্ত দেশটির অধিবাসীদের পুনর্বাসন, অবকাঠামো পুনঃর্নিমাণ এবং ত্রাণ সহযোগিতার লক্ষ্যে এ সহায়তা পাঠাচ্ছে ভারত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। খবর এনডিটিভির।

এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন (এফআইপিআইসি) এর অধীনে ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসাবে এবং টোঙ্গার জনগণের সাথে সংহতি প্রকাশ করে জরুরি ভিত্তিতে এ সহায়তা দিচ্ছে ভারত সরকার।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সমুদ্রতলের একটি আগ্নেয়গিরির বিস্ফোরণে সৃষ্ট সুনামি টোঙ্গায় মারাত্মকভাবে আঘাত হানে। এতে দেশটির যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply