ভারতে পাঁচদিন পর তিন লাখের নিচে নামলো সংক্রমণ

|

টানা পাঁচদিন পর ভারতে তিন লাখের নিচে নামলো দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা। সোমবার (২৪ জানুয়ারি) দেশটিতে আড়াই লাখের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, একদিনের ব্যবধানে করোনা বিস্তারের হার ২০ থেকে ১৬ শতাংশে নেমে এসেছে। ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৬১৪ জন। মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো চার লাখ ৯০ হাজারের ওপর।

এদিকে, সরকারি হিসাব অনুসারে ৭২ ভাগ প্রাপ্তবয়স্ক ভারতীয় পেয়েছেন পূর্ণ ডোজ করোনা ভ্যাকসিন। আর ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ৫২ শতাংশ গ্রহণ করেছে টিকা।

সংক্রমণের দিক থেকে শীর্ষ অবস্থানে কণার্টক। এরপরই রয়েছে মহারাষ্ট্র দিল্লি এবং ভারতের মধ্যাঞ্চলের রাজ্যগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply