মালিককে কামড়ে মেরে ফেলায় কুকুরের মৃত্যুদণ্ড

|

মালিককে কামড়ে মেরে ফেলায় একটি স্যাফোর্ডশায়ার টেরিয়ার কুকুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জার্মানির হ্যানোভার শহরে ঘটেছে এই ঘটনা।

জানা যায়, কুকুর ‘চিকো’ হুইলচেয়ারে বসা এক ভদ্রমহিলা ও তাঁর অসুস্থ ছেলেকে কামড়িয়ে খুন করে। মঙ্গলবার রাতে ভদ্রমহিলার মেয়ে মা ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁদের ফ্ল্যাটে আসেন। জানালা দিয়ে ভেতরে ভাইয়ের নিষ্প্রাণ দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে দমকল কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে কুকুরটিকে ধরে ফেলেন।ময়নাতদন্তে দেখা গেছে কুকুরের আঁচড় ও কামড়েই মারা গিয়েছেন  ৫২ বছর বয়সি মালকিন ও তাঁর ২৭ বছরের চিররুগ্ন ছেলে।

আপাতত কুকুরটিকে স্থানীয় একটি পশু আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তবে কেন সে এমন কাজ করল তা জানা যায়নি।





সম্পর্কিত আরও পড়ুন







Leave a reply