ফাইল ছবি।
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় তিলকপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। এরপর রেলস্টশনের পাশে ভ্যান রেখে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন তিনি। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু নিশ্চিত করে বলেন সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
এসজেড/
Leave a reply