হাইতিতে ভূমিকম্প, আহত অর্ধশতাধিক

|

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান দেশ হাইতিতে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন, আহত অর্ধ শতাধিক। ভূমিকম্পের প্রভাবে ভেঙে পড়েছে অন্তত দুই শতাধিক স্থাপনা।

মার্কিন ভূত্ত্বাত্তিক জরিপ সংস্থা এসজিএস (USGS) বলছে, হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে দুইশ কিলোমিটার পশ্চিমে ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রথম কম্পন অনুভূত হয়। এর এক ঘণ্টার মধ্যে ৫ দশমিক ১ মাত্রার আরও দুই দফা আফটার শক হয়। কম্পনের প্রভাবে ভেঙে পড়েছে অন্তত দুই শতাধিক স্থাপনা।

এছাড়াও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬’শ বাড়িঘর। বিভিন্ন সংস্থার উদ্যোগে চলছে উদ্ধার অভিযান। দেশটিতে ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ২ লাখ মানুষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply