মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট নয়: রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দ

|

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর কোনো সিন্ডিকেট চায় না ‘সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দ’। সংগঠনটির অভিযোগ, ২৫টি এজেন্সি সিন্ডিকেট তৈরির পায়তারা করছে। এতে অভিবাসন খাতে নৈরাজ নেমে আসবে, প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের ভাবমূর্তি। সোমবার (২৪ জানুয়ারি) সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলেন এসব কথা বলেন রিক্রুটিং এজেন্সির মালিকরা।

জনশক্তি রফতানিকারকদের অভিযোগ, রিক্রুটিং এজেন্সি নির্বাচনের এখতিয়ার মালয়েশিয়াকে দিয়ে সিন্ডিকেটের সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া যে পদ্ধতিতে কর্মী নেয়, বাংলাদেশের জন্যও একই পদ্ধতি থাকা দরকার বলে মনে করেন তারা।

এবার ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী সংগ্রহ করতে চায় মালয়েশিয়া। সোমবার সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ভাড়া বাড়ানো হচ্ছে। এতে কর্মস্থলে ফিরতে তিনগুণ ভাড়া পরিশোধ করছেন রেমিট্যান্স যোদ্ধারা। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন রিক্রুটিং এজেন্টরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply