পরীক্ষার দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের প্রতীকী পরীক্ষা ও মানববন্ধন

|

নোয়াখালী প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান ও ঘোষিত পরীক্ষা স্থগিত নয়, স্বাস্থবিধি মেনে পরীক্ষার দাবীতে নোয়াখালীতে প্রতীকী পরীক্ষা, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়; শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, মানি না মানবো না; খেলা হয় মেলা হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’সহ নানা শ্লোগানে এ কর্মসূচী পালন করে তারা।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচীতে নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের কয়েকশতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মসূচীতে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাঈম উদ্দিন, ফয়সাল আবেদিন ও সোনাপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা সুলতানা মাহাসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, চলমান অনার্স (সম্মান) পরীক্ষার ৬টি বিষয় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষা স্থগিত করায় বাকি ৩টি বিষয়ের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। অতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply