কিউকম গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু

|

ছবি: সংগৃহীত

ফস্টার কর্পোরেশনে আটকে থাকা ইকর্মাস প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেছে। ফস্টারে আটকে থাকা ৬০ কোটি টাকা ৬৭২১ জন গ্রাহককে ফেরত দেয়া হবে। এর মধ্যে আজ সোমবার (২৪ জানুয়ারি) ২০ জন প্রতারিত গ্রাহককে টাকা ফেরত দিয়ে এই কার্যক্রম শুরু হলো। কিউকমে বিনিয়োগকারী ২০ জনকে ৪০ লাখ টাকা ফেরত দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গ্রাহকদের কাছে টাকা হস্তান্তর করেছেন।

আরও পড়ুন: বিনা নোটিশেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: মেয়র আতিক

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, এভাবে বিভিন্ন ইকর্মাস প্রতিষ্ঠানের মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয় শুরু হলো। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রাহকদের টাকা এখন ফেরত দেয়া সম্ভব না। যাদের বিরুদ্ধে শুধু অভিযোগ আছে, মামলা নেই, তাদের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply