কুর্দি বাহিনীর সাথে আইএসের সংঘর্ষ, প্রাণহানি বেড়ে ১২০

|

সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি বাহিনীর সাথে আইএসের সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১২০ জনে। নিহতদের মধ্যে রয়েছেন সাত বেসামরিক নাগরিকও।

রোববার (২৩ জানুয়ারি) ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় এ তথ্য। বৃহস্পতিবার রাত থেকে চলছে এই সংঘর্ষ। মূলত দেশটির হাসাকাহ শহরে, কুর্দি পরিচালিত কারাগারে শতাধিক আইএস সদস্যের বিদ্রোহের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত। নিহতদের মধ্যে ৭৭ জন আইএস সদস্য এবং ৩৯ জন কুর্দি যোদ্ধা। কারারক্ষীরাও রয়েছেন প্রাণহানির তালিকায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্দি সদস্যদের মুক্ত করতেই হামলাটি চালায় আইএস। তারা কারাগারের অস্ত্রাগারও দখলে নেয়। জোরালো বিস্ফোরণ ঘটিয়ে পালাতে সক্ষম হয় আইএস সদস্যরা। যাদের অনেককে পরে আটক করে কারা কর্তৃপক্ষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply