করোনা বিধিনিষেধ বিরোধী আন্দোলনে রণক্ষেত্র বেলজিয়াম

|

ছবি: সংগৃহীত

করোনা শিষ্টাচার বিরোধী আন্দোলনে রীতিমতো রণক্ষেত্র বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। রোববারের (২৩ জানুয়ারি) সহিংসতায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

ধরপাকড়ের শিকার হয়েছেন অন্তত ৬০ বিক্ষোভকারী। প্রশাসন জানায়, সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নামেন অর্ধ-লক্ষের বেশি নাগরিক। তারা ইইউ সদর দফতরসহ অন্যান্য সরকারি স্থাপনা ঘেরাও করে। জোরপূর্বক সেখানে ঢুকতে চাইলে, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত হয়।

রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জল-কামান ব্যবহার করে ঠেকানো হয়, জনস্রোত। আন্দোলনকারীদের অভিযোগ, টিকা গ্রহণের অজুহাতে তাদের ব্ল্যাকমেইল করছে সরকার। গত সপ্তাহেই ঘোষণা আসে, বাধ্যতামূলক বুস্টার ডোজ না নিলে সিনেমা হল, রেস্টুরেন্ট ও পানশালায় ঢুকতে পারবেন না প্রাপ্তবয়স্করা। যাকে, বিক্ষোভকারীরা মানবাধিকার লঙ্ঘনের সাথে তুলনা করছেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply