ভিসির পদত্যাগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি শিক্ষক সমিতির আহ্বান

|

উপাচার্যের (ভিসি) পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

রোববার (২৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির এ আহ্বানের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার, তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন শাবিপ্রবির শিক্ষক নেতারা। শিক্ষার্থীদের কোনো রকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ারও আহ্বান জানানো হয়।

শিক্ষার্থী ও শিক্ষকের ওপর পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, এ বিষয়ে সরকার কর্তৃক নিরপেক্ষ কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা করে গ্রহণ করতে হবে।

এর আগে, এদিন ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একইদিন বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় ভিসির বাসভবনে পুলিশ ছাড়া কাউকে ঢুকতে কিংবা বেরোতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভিসি পদত্যাগ না করলে অন্যান্য জরুরি পরিষেবাও বন্ধের হুমকি দিয়েছে তারা। ভিসির পদত্যাগের একদফা দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply