রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে যা বললেন বৃটিশ প্রতিনিধি দল

|

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বৃটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। ৭ জনের সেই প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের ২ জন সংসদ সদস্যও।

আজ রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বৃটিশ প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ক্যাম্প ফোরের সিআইসি অফিসে দলটি রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান পল বৃষ্টো বলেন, বৃটেন এবং যুক্তরাষ্ট্র সবসময় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের পাশে আছে এবং নিরাপদভাবে যাতে মিয়ানমারে ফিরে যেতে পারেন সে লক্ষ্যে কাজ করছে।

এ সময় বৃটিশ পার্লামেন্ট সদস্য টমাস পেট্রিক হান্ট, সামান্তা হেলেন চোহেন, জিল্লুর হোসেন, ডক্টর ইভেলিনা রাডোস্লাভোভা বানিয়ালিয়েভা, শামীমা বেগম এমপি, ডক্টর সুমন চৌধুরী, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উখিয়া ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে প্রতিনিধি দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply