গতি কমেছে কোভিড প্রণোদনার ঋণ বিতরণে

|

কোভিড প্রণোদনার আওতায় ঋণ বিতরণের গতি কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেয়া হয়েছে মাত্র ১৭ হাজার কোটি টাকা, যা মোট তহবিলের ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। প্রতিবেদনটি বলছে, বড় শিল্প ও সেবা গ্রাহকদের জন্য ৩৩ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। সেখান থেকে গত ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে ৯ হাজার কোটি টাকা। সুবিধা পেয়েছে ৯১৭টি শিল্প প্রতিষ্ঠান। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল আছে। গত ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে ৫ হাজার কোটি টাকা।

মূলত, প্রণোদনার আওতায় ঋণ বিতরণে ব্যাংকের অনীহা আছে। তার ওপর টাকার একটি অংশ আদায় হয়নি। তারপরও বাংলাদেশ ব্যাংক সময়মতো ব্যাংকের হিসাব থেকে পুনঃঅর্থায়নের টাকা কেটে নিচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply