ভিসির বাসভবনে পুলিশ ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেবে না আন্দোলনকারীরা

|

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া কাউকে ঢুকতে কিংবা বেরোতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) তারা এমন সিদ্ধান্ত নেয়।

উপাচার্য বা ভিসির পদত্যাগের একদফা দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলমান এ সংকট নিরসনে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবির কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই আলোচনায় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরে আন্দোলনরত সহপাঠীদের রেখে প্রতিনিধিরা ঢাকায় আসতে রাজি হয়নি।

শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই এদিন মধ্যরাতে অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীরা। তবে এ আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা বরং জানায়, তারা তাদের একদফা দাবিতে অনড় আছেন।

বিশ্ববিদ্যালয়টির ভিসির বাসভবনের সামনে রোববারও পঞ্চম দিনের মতো চলছে কর্মসূচি। এদিন অনশনস্থলে আছেন ১২ জন শিক্ষার্থী। ১৫ জন ওসমানী মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply