সিরিয়ার কারাগারে আইএসের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৯০

|

ছবি: সংগৃহীত।

সিরিয়ার উত্তর-পূর্বের শহর হাসাকেহের ঘাওয়ারান কারাগারে আইএস বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। টানা তিনদিন ধরে চলমান এ সংঘাতে এখন পর্যস্ত কুর্দি বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক ও আইএস সদস্যসহ মোট ৯০ জনের প্রাণহানি ঘটেছে। খবর ফ্রান্স ২৪ এর।

বিষয়টি নিশ্চিত করে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবডেল বলেন, শনিবারও (২২ জানুয়ারি) সংঘাত চলমান ছিল। এ সময় ২৮ জন কুর্দি বাহিনীর সদস্য, ৫ জন বেসামরিক নাগরিক ও ৫৬ জন আইএস যোদ্ধা নিহত হন।

এই কারাগারে আইএসের প্রায় সাড়ে তিন হাজার যোদ্ধা বন্দি আছে। তাদের মধ্যে সংগঠনের অনেক উচ্চ পর্যায়ের নেতাও রয়েছেন। হামলার পর অনেকে কারাগার থেকে পালিয়ে গেলেও পরে কয়েক’শ আইএস বন্দিকে ফের আটক করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: কারাগারে আইএস’র হামলা; কুর্দিদের সাথে লড়াইয়ে অন্তত ৭০ জনের মৃত্যু

প্রায় তিন বছর আগে সিরিয়ায় আইএস-এর পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ’র মুখপাত্র জানান, আন্তর্জাতিক জোটের সহায়তায় ঘিরে রাখা হয়েছে কারাগারটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply