পশ্চিমাদের দাবি পূরণে কাজ করছে তালেবান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

|

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

যুদ্ধাবস্থা থেকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরতে চায় তালেবান। এ ছাড়া পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে, সেগুলো পূরণেও তালেবান সরকার কাজ করছে বলে জানিয়েছে সংগঠনটি। খবর আলজাজিরার।

শনিবার (২২ জানুয়ারি) অসলোয় পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক শুরুর আগে এসব কথা জানায় তালেবান।

রোববার (২৩ জানুয়ারি) অসলোতে আফগানিস্তানে চলমান মানবাধিকার, ত্রাণ সঙ্কট ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি দল ও তালেবানের মধ্যে। যা চলবে মঙ্গলবার পর্যন্ত। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র ও নরওয়ের প্রতিনিধিদের সাথে তালেবানের প্রতিনিধিদের বৈঠক হবে। নরওয়েতে তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি।

শনিবার এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে, সেগুলো পূরণে কাজ করছে তালেবান সরকার। আমরা আশা করছি, কূটনীতির মধ্য দিয়ে ইউরোপ, পশ্চিমাদেশসহ সব দেশের সাথে আফগানিস্তানের সম্পর্ক স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, তালেবানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত পশ্চিমা দেশগুলোর সাথে তালেবানের সরাসরি কোনো আলোচনা হয়নি। তালেবান ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশ মানবিক সাহায্য দেয়াও বন্ধ করেছে আফগানিস্তানে। এ ছাড়া ৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের আফগান রিজার্ভ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে তীব্র হয়েছে মানবিক সঙ্কট।

এমন পরিস্থিতিতেই বিদেশের মাটিতে প্রথমবারের মতো পশ্চিমাদের কোনো বৈঠকে বসতে যাচ্ছে তালেবান।

এদিকে, তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেন, এ বৈঠকের অর্থ এমন নয় যে, তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া হচ্ছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply