হেড কোচ বাউচারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দক্ষিণ আফ্রিকান বোর্ডের

|

ছবি: সংগৃহীত।

জাতীয় দলের কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ফলে পদ থেকে বহিস্কার হওয়ার আশঙ্কা রয়েছে তার। এরইমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বাউচারের বিরুদ্ধে। আগামী বুধবার (২৬ জানুয়ারি) শুনানির সময় নির্ধারণ হবে।

১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি স্পিনার পল অ্যাডামসের উদ্দেশে গানের মাধ্যমে বর্ণবাদী শব্দের ব্যবহার করেছিলেন বাউচার। সাবেক সতীর্থের এমন অভিযোগে আদালতের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটার বাউচার।

প্রোটিয়াদের হয়ে ১৪৭টি টেস্ট খেলেছেন মার্ক বাউচার। যেখানে ৩০.৩ অ্যাভারেজে রান তুলেছেন ৫ হাজার ৫১৫। ৫টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি আছে ৩৫টি। ওয়ানডেতে ২৯৫টি ম্যাচ খেলে ২৮.৫৭ অ্যাভারেজে বাউচারের সংগ্রহ ৪ হাজার ৬৮৬ রান। যেখানে ১৪৭ রানের একটি ইনিংস আছে বাউচারের। একটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি আছে ২৬টি।

আরও পড়ুন: আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ খেলোয়াড়ের নাম

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply