এনএলডির দুই নেতাকে মৃত্যুদণ্ড দিলো মিয়ানমারের জান্তা আদালত

|

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই এনএলডি নেতা কিয়াও মিন ইউ ও ফিও জেয়ারথাও।

মিয়ানমারের রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) দুই প্রভাবশালী কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির জান্তা আদালত। সন্ত্রাসবিরোধী আইনে তাদের এ সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার।

জান্তা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের দায়ে গত নভেম্বরে গ্রেফতার হওয়া এনএলডির নেতা ফিও জেয়ারথাওকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া গণতন্ত্রকামী মানবাধিকারকর্মী কিয়াও মিন ইউকেও একই শাস্তি দেয়া হয়েছে। জানা গেছে, বিস্ফোরক, বোমা হামলার মামলা এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের। সামরিক আদালতের ব্যাপক কঠোরতার কারণে এসব অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) কয়েক হাজার নেতাকর্মীকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply