‘রাজনৈতিক সদিচ্ছার অভাবে এতদিন ইসি গঠনের আইন হয়নি’

|

রাজনৈতিক সদিচ্ছার অভাবে গত ৫০ বছরে দেশে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য কোনো আইন তৈরি হয়নি। এমন আভিমত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার। আইন করার আগে বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। শনিবার (২২ জানুয়ারি) ওই আয়োজনে তিনি এসব কথা বলেন।

এটিএম শামসুল হুদা আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামত ছাড়া আইন হলে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

ইসি গঠনে হতে যাওয়া নতুন আইনকে জনবান্ধব ও সুশাসনের সহায়ক করতে ৬ দফা সুপারিশ করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ বিতর্কে সরকারি দল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলোজিকে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply