সারোগেসি পদ্ধতিতে মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

|

প্রিয়াঙ্কা চোপডা ও নিক জোনাস।

মা হতে যাচ্ছেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শনিবার (২২ জানুয়ারি) রাতে পাবলিশ করা এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন স্বয়ং প্রিয়াঙ্কা।

পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সারোগেট পদ্ধ্বতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সকলের কাছে প্রাইভেসি চাইবো যাতে আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।

প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট।


পোস্টে স্বামী নিক জোনাসকে একটি হার্ট ইমোজিসহ মেনশন করেছেন প্রিয়াঙ্কা। আর পাবলিশ করার পর থেকেই প্রিয়াঙ্কার ওই পোস্টের কমেন্ট বক্স ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়।

জেনে রাখা ভাল, সারোগেসি শব্দের অর্থ হল গর্ভাশয় ভাড়া। একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে সারোগেসি বলে। আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply