দিল্লিতে কমেছে সংক্রমণ, কারফিউ শিথিলের সুপারিশ

|

করোনাভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় দিল্লিতে কারফিউ শিথিল করার সুপারিশ করেছে সরকার। এ সংক্রান্ত একটি নির্দেশনা অনুমোদনের জন্য লেফটেন্যান্ট গভর্নরের দফতরে পাঠানো হয়েছে।

গত ১৪ জানুয়ারি দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি ছিল। সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ৫০ ঘণ্টার কারফিউ জারি করেছিল দিল্লি সরকার। কারফিউর পর বৃহস্পতিবার দিল্লিতে নতুন সং‌ক্রমিত রোগীর সংখ্যা ১০ হাজার ৩০৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। গত বছর জুন মাসের পরে দিল্লিতে কখনোই ২৪ ঘণ্টায় এত জন করোনায় মারা যায়নি। তবে এর আগেরদিন সংক্রমিত রোগীর সংখ্যা আরও কম ছিল।

সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সপ্তাহের শেষদিনগুলোতে কারফিউ ঘোষণা করেছিল দিল্লির সরকার। গত শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বলবৎ ছিল এই কারফিউ। এ সপ্তাহ থেকে দিল্লিতে কারফিউ থাকবে কিনা তা জানা যাবে লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তের পর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply