২৬ বাংলাদেশি অভিবাসীকে হত্যাকারী ব্যক্তি গ্রেফতার লিবিয়ায়

|

ছবি: সংগৃহীত।

নিজের ও পরিবারের ভাগ্য বদলের আশায় প্রতিবছরই প্রাণের ঝুঁকি নিয়ে বহু মানুষ পাড়ি দেন ভিনদেশে। তবে সেখানে মানবপাচারকারীদের কবলে পড়েন বহু অভিবাসন প্রত্যাশী। ২০২০ সালে এমনই একটি চক্রের কবলে পড়ে প্রাণ হারান ২৬ জন বাংলাদেশি। এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য লিবিয়া আপডেটে জানানো হয়েছে, সোমবার (১৭ জানুয়ারি) ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে পলাতক এই বিপজ্জনক আসামিকে গ্রেফতার করা হয়। এই ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ আরও কমপক্ষে ৯টি অভিযোগ রয়েছে। দীর্ঘ তদন্তের পর এই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি অভিবাসীদের হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে লিবিয়ায় টাকার জন্য জিম্মি করে মোট ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করে একটি মানবপাচারকারী দল। এর মধ্যে বাংলাদেশি ছিলেন মোট ২৬ জন। বাকি ৪ জন আফ্রিকার নাগরিক। এ ঘটনায় আরও ১১ জন আহত হন। তবে লিবিয়ার বিভিন্ন সূত্র বলছে, এ ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ছিল ২২ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply