ঢাবিতে সশরীরে শিক্ষাকার্যক্রম বন্ধ, খোলা থাকবে হল

|

করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষাকার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা চলবে।

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের হল খোলা থাকবে বলে শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে নির্দেশনায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply