রাজশাহীতে শনাক্তের হার বেড়ে ২৮ শতাংশ

|

রাজশাহীতে স্বাস্থ্যবিধি মানার তাগিদ নেই কারো।

মাত্র ২০ দিনের মধ্যে রাজশাহীতে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ২৮ শতাংশ। জনপ্রতিনিধি থেকে প্রশাসনের শীর্ষ ব্যক্তি পর্যন্ত আক্রান্ত হচ্ছেন সবাই। তবে এখন পর্যন্ত শনাক্তের তুলনায় হাসপাতালে রোগী ভর্তির হার খুবই সামান্য। এরপরও চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা।

চলতি মাসের শুরুতে নমুনা পরীক্ষার তুলনায় করোনা সংক্রমনের হার ছিল মাত্র ২ শতাংশ। অথচ মাসের মাঝামাঝিতে এসে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশে। রাজশাহীতে করোনা সংক্রমণের এমন বাড়-বাড়ন্তে বুধবার (১৯ জানুয়ারি) উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অথচ এদিনও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই কারো।

আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন: হাসপাতালে ভর্তি আরও ৪

শনাক্ত বাড়লেও হাসপাতালে বাড়েনি করোনা রোগী। তবে এতে আশ্বস্ত না হয়ে একসাথে বেশি সংখ্যক রোগীর চিকিৎসার ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন কর্তৃপক্ষ। দ্রুততম সময়ে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে সদর হাসপাতাল চালু করতে জোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply