আসছে মেটার নতুন প্রযুক্তি

|

মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের গবেষকরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা মানুষের কথোপকথন, দৃশ্য এবং লেখা থেকেই তথ্য সংগ্রহ করতে পারে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ আধুনিক এই এআই পদ্ধতির অগ্রগতি দাবি করেছেন। তিনি বলেছেন, ফার্মের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণায় এমন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যা মানুষের কথোপকথন, দৃশ্য এবং লেখা থেকেই তথ্য সংগ্রহ করতে পারে এবং মানুষের রান্নার মতো জটিল কাজগুলোতেও সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, মানুষ তার দৃষ্টিশক্তি, আওয়াজ ও সুগঠিত শব্দের মাধ্যমে তার চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা করে। আর আবিষ্কৃত এই পদ্ধতিটি ভবিষ্যতে এআর গ্লাস (কম্পিউটারাইজড চশমা) ও এর সাথে যুক্ত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) অ্যাসিসটেন্টের সহায়তায় খুবই সহজ হবে। উদাহরণস্বরূপ, এটি রান্না করার সময় কোনো উপাদান কম হয়েছে কিনা কিংবা সঠিক সময়ে চুলার তাপ কমিয়ে দেয়ার মতো নির্দেশনামূলক সূক্ষ কাজগুলোতে সাহায্য করতে সক্ষম।

/এএনএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply