ডিএসইতে সামান্য বেড়েছে প্রধান সূচক

|

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে প্রধান সূচক সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫ পয়েন্টে। আর ডিএসইএস সূচক দেড় পয়েন্টের মত বেড়ে ১ হাজার ৫শ ৫৬ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসই থার্টি সূচক ৮ পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫শ ৯৮ পয়েন্ট।

ডিএসইতে হাতবদল হয়েছে ১হাজার ৭শ ১২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড। প্রতিষ্ঠানটির মোট ১৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে বেক্সিমকো এবং তিতাস গ্যাস।

অপরদিকে, দেশের আরেক শেয়ার মার্কেট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় ১শ সাড়ে ৮৯ পয়েন্টের মতো। পাশাপাশি বেড়েছে অন্য দুটি সূচকও।

সিএসইতে আজ হাতবদল হয়েছে ৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ৩১০ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১১৪ টির। আর অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply