মেঘনার মোহনায় ট্রলার ডুবি, নিখোঁজ ১ জনের মৃতদেহ উদ্ধার

|

ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

মেঘনা নদীর মোহনায় ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ জানুয়ারি ২০২২ ঢাকা হতে চাঁদপুরগামী লঞ্চ এমভি মিতালি ৭ এর ধাক্কায় কাঠ বোঝাই  চাঁদের আলো নামক একটি ট্রলার আনুমানিক রাত ১২টায় মুন্সিগঞ্জের মেঘনা নদীর মোহনায় ৪ জন যাত্রীসহ ডুবে যায়। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারের ৪ যাত্রীর ৩ জনই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও হৃদয় (৩৫) নামের একযাত্রী নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে, বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি পাগলা স্টেশন একটি বিশেষ উদ্বারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির উদ্ধার কাজে অংশগ্রহণ করে। দুপুর সাড়ে তিনটার কিছু পরে ডুবুরি দল ডুবন্ত ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয় এবং ট্রলারের ভিতর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি মুন্সিগঞ্জ কলাগাছিয়া নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply